১০টি ঘরের ফার্নিচার আপনার সকল রুমে সম্পূর্ণতা নিয়ে

১০টি ঘরের ফার্নিচার আপনার সকল রুমে সম্পূর্ণতা নিয়ে আসবে

তাদের কল্পণায় রং মাখিয়ে রাঙিয়ে তোলে যারা, তারা হলো ফার্নিচার কোম্পানী। নিত্য নতুন ডিজাইন আর চমৎকার কারুকাজ নিয়ে তৈরি করা আসবাব-পত্র দিয়ে এই সব কোম্পানী প্রতিনিয়তই আমাদের বাসা, বাড়ি, অফিসকে করে তোলে সৌন্দর্য্যের আধার।

বাংলাদেশে অসংখ্য ফার্নিচার ম্যানুফ্যাকচারিং কোম্পানী রয়েছে। এদের মাঝে কিছু কোম্পানী আছে যারা বিশ্ব মানের আসবাবপত্র তৈরি করে থাকে। এমনকি, কিছু কোম্পানী দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও ফার্নিচার রপ্তানি করে থাকে। আসুন, এ-রকম কিছু আন্তর্জাতিক মানের দেশীয় ফার্নিচার কোম্পানী সম্পর্কে জানা যাক।

ঢাকায় অটোবির শো-রুম সমূহ-

  • গুলশান ১, ঢাকা।
  • উত্তরা মডেল টাউন, ঢাকা।
  • কাওরান বাজার, পান্থপথ, ঢাকা।
  • ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।
  • দিলকুশা, মতিঝিল, ঢাকা।
  • শেওড়াপাড়া, ঢাকা।
  • মিরপুর ২, ঢাকা।
  • ওয়ারী, ঢাকা।
  • সিদ্বেশ্বরী, মালিবাগ, ঢাকা।
  • নিউ মার্কেট, সাভার, ঢাকা।

ঢাকার বাইরে অটোবির শো-রুম সমূহ-

  • মির্জা বাজার, সিলেট।
  • নাসিরাবাদ, চট্টগ্রাম।
  • বজরা বাজার, নোয়াখালী।
  • কোতোয়ালী, বরিশাল।

২. Navana Furniture Limited

  • ফোন: 01729245483
  • ওয়েবসাইট: Navana Furniture
  • ই-মেইল: sales@navanafurniture.com, customercare@navanafurniture.com
  • ফেসবুক পেজ: Navana Furniture Ltd

২০০২ সালে প্রতিষ্ঠিত হওয়া নাভানা গ্রুপের সিস্টার কনসার্ন হিসেবে নাভানা ফার্নিচার লিমিটেড যাত্রা শুরু করে। অতি অল্প সময়ের মধ্যে উচ্চবিত্ত ও মধ্যবিত্তের বাড়িতে সৌন্দর্য্য সৃষ্টিতে শক্ত একটি জায়গা করে নেয় কোম্পানীটি। গ্রাহকের প্রয়োজন আর সন্তুষ্টিকে সামনে রেখে অনেক ইউনিক ডিজাইনের ফার্নিচার নিয়ে প্রতিষ্ঠিত এই কোম্পানীটির রয়েছে অনেকগুলো শোরুম।

ঢাকায় নাভানা ফার্নিচার লিমিটেড এর শো-রুম সমূহ-

ঢাকায় অটোবির শো-রুম সমূহ-

  • গুলশান ১, ঢাকা।
Tags:

Leave a Comment

Your email address will not be published.

0